সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো নির্মিত হচ্ছে আল্লাহর ৯৯ নামের একটি সু-বিশাল পিলার। আর এ পিলারকে কেন্দ্র করে ওই স্থানটির নাম দেয়া হয়েছে আল্লাহু চত্বর। উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের গোবিন্দগঞ্জ-বিনন্দপুর সড়কের আফজলিয়া মার্কেটের পাশে এটি নির্মিত হচ্ছে। ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ২০১৭...